বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
Text size A A A
Color C C C C

মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ

বার্তা

জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের কর প্রশাসনের শীর্ষ সংস্থা।  কর-রাজস্ব সংগ্রহে মূল্য সংযোজন কর ও প্রত্যক্ষ করের  অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি রাজস্বে এনবিআর এর করের অবদান ব্যাপক হলেও এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে প্রকাশনা তুলনামূলকভাবে কম। ফলে করদাতাগণ দ্রুত ও সঠিক তথ্য প্রাপ্তি হতে বঞ্চিত হন। সে কারণে আধুনিকায়ন কার্যক্রেমের অংশ হিসেবে  একটি তথ্যবহুল ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এ পোর্টাল হতে করদাতাগন মূসক, শুল্ক ও আয়কর  সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য জানতে পারবেন। তা ছাড়া আইন, বিধিমালা, নতুন-পুরাতন সকল প্রজ্ঞাপন, আদেশ ইত্যাদির সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। আমার বিশ্বাস, এর দ্বারা সম্মানিত করদাতাগণ এবং সংশ্লিষ্ট সেবা প্রত্যাশী সকলেই উপকৃত হবেন।